আমার বেদনাগুলো নিয়ে
আমি একা ভালোই ছিলাম
জ্বলে জ্বলে ছাই হয়ে যাওয়া সময়---
গ্লাণি-অক্ষমতা-সম্ভাবনার অনুতাপ
এসব একান্তই আমার ছিলো -
যখন কেউ এসে দারুণ উচ্ছ্বাস নিয়ে
বোকার মতো বলে ফেললো,
"আপনার দূখের কথা আমরা সবাই জানি"
অমনি মূহুর্তে দূষণের শহর হয়ে যাই আমি -
হয়ে যাই মৃত নদী -
সেই তো ভালো ছিলো
একান্ত ভূবনের একান্ত নিঃসঙ্গতা-
কবে আমি শিরোনাম হয়ে গেলাম...!
মুক্ত পাখির মতো
সেই কবে উড়িয়ে দিয়েছি
ফেলে আসা ভাঙ্গা-চোরা
সব বিবর্ণ দুঃখ-বেদনা-স্মৃতির হিসাব-নিকাষ---
তোমরা কি ফিরিয়ে নিতে পারো
আমার যতো দুঃখ-যতো অনুতাপ -