এই আমি বেশ আছি
দশটা-পাঁচটা অফিস
ছোটখাটো চাকুরে
চাকরও বলতে পারেন-
গোনা পয়সা নিয়ে বাজারে যাই
সবজী-কুঁচো মাছ কিনে ঘরে ফিরি
পয়লা তারিখটাকে টেনে টেনে  তিরিশে নিয়ে ঠেকাই ---
এই দেওয়ালে ঠেকানো পিঠ নিয়ে
প্যাঁচালো অফিস রাজনীতিকে থোড়াই কেয়ার
কোনঠাসা সহকর্মীর মর্মবেদনায়
সহমর্মী হয়ে যাই---
ডাল-ভাতের শরীরে এমন অদম্য সাহস আসে কোত্থেকে!
ভুলে যাই অংকের সহজ পাঠ-
উপরে উঠার সিঁড়িতে কুলের কাঁটা-
আমাকেই কোনঠাসা করে
সহকর্মীদের বিকৃত জয়োল্লাস-
এখনো বাড়ী হয়নি-
উত্তরসুরীদেরকে বাংলা মাধ্যমে পাঠিয়ে ধন্য -
সংসার-সংগী বাড়াবাড়ির লিস্ট ধরাতে গিয়ে
মাঝপথে থেমে যান-
তার মলিন মুখ না দেখার ভান
নেমন্তন্ন পড়লে কপালে ধার অনিবার্য -
এতো কিছুর মাঝে কেউ একটু কানের কাছে
দু'একটি সান্ত্বনা বাক্য শোনালে
মোমের মতো বিনয়ে বিগলিত-
আপনাদেরকে বলে রাখি
এই বেশ ভালোই আছি অনেকের চেয়ে
বুকের ভেতরে অতি কষ্টে বাঁচিয়ে রাখি
স্বচ্ছ এক কাঁচ-নদী---