শুধু বন্ধুস্থানীয় নয়
তাকে বন্ধু বলা যায় -
আগের দিনগুলোতে হোলে
একটু ভদ্রতার হাসি হেসে সৌজন্য বিনিময়
দূরত্বের ভাষা স্পষ্ট-
আবার স্মৃতির ধুলো ঝেড়ে চলতি পথে তাকে আবিসকার
মনে করাই যেনো রীতিমতো এক কষ্টকর অভিজ্ঞতা-
নতুন করে শুরু হোলো এক নির্মল বন্ধুত্বের সূচনা
তার মাঝে আবার যোগ হয়েছে
অধঃস্থন-উর্ধস্থনের  ব্যবধান-
আমার ছকের বাইরের কেউ
আজ এই শূন্যস্থানে
তোমাকে বড় আপন মনে হোলো
ভেতরের সেই বিপন্নতা কি ঝরে পড়েছিলো
শব্দের সিঁড়ি বেয়ে আবেগ হয়ে-
নাকি নিপূণ কুশীলবের মতো
লুকাতে পেরেছি সব হাহাকার---
তোমার আন্তরিক প্রশ্নের উত্তরে
একগুচ্ছ সাজানো মিথ্যে উচ্চারণ
"ভাল আছি,
আমি দারুণ ভালো আছি "