কখন এই ফাঁদে আটকে গেছি
নিজেও জানিনা
এখন আমার একেবারে নিঃস্ব হওয়ার জোগাড়
যেনো ছেড়ে দে মা কেঁদে বাঁচি
তোমার রূপময় অস্তিত্ব -
কথার যাদু -
আমি মুগ্ধ হোতে হোতে ফাঁদের নাগপাশে বাঁধা পড়ে যাই
এমনকি তলানী থেকে উঠে আসার সাধ্যটুকুও
হারিয়ে ফেলেছি-
আজ জেনে গেছি
এই সাজানো শব্দগুলো
সূক্ষ্ম অভিনয়ের অংশ ছাড়া আর কিছু নয়
এই বাহ্যিক রূপের জৌলুশ-
এ একটি ধাঁধা ছাড়া কিছু নয় ...
হায়! ততক্ষণে অনেক অমূল্য সময় হারিয়ে গেছে
আমার হাতের মুঠোয় কেবল শূন্যতা
সময়ের কি নিদারুণ অপচয় ...!