তাপানুকুল ঘর
তোমার গুরু-গম্ভীর হম্বি-তম্বি
আজ্ঞাবহদের এলোমেলো ছোটাছুটি
একটি ভীতি-গম্ভীর আবহ আটকা পড়ে থাকে ঘর জুড়ে
আমিও সসম্ভ্রম কুর্ণীশের অভিনয় করি
ভেতরে ভেতরে হারিয়ে যাই এলেবেলে চিন্তার গভীরে
আমার এইসব মুখোসে একটু বেশীরকমের অস্বস্তি
চেহারা যেমনই হোক তোমার মুখাবয়ব ঘিরে থাকে
ছাইরঙ্গা ধুসর এক আবরন-
তোমাকে মনে হয় কেউ সদ্য ফাঁসির দণ্ড দিয়েছে-
কোথা থেকে ঢুকে পড়ে এক অনাকংক্ষিত ভিমরুল
ঘরময় ছোটাছুটি দৌঁড়-ঝাপ -
ফুরফুরে মেজাজে বোকা  ভিমরুল কেবল তোমাকেই প্রদক্ষিণ করে
তোমার গাম্ভীর্যের মুখোসটা কোথায় খসে পড়লো
আমি খুঁজে পাচ্ছিনা কেনো-
এ যাত্রা বাঁচা গেলো
বেশ একটা ধকল গেলো তোমার -
কিন্তু আমি তো অবাক
ও কেমন করে চুরী করে নিলো তোমার মুখোশ ?
বেশ পাকা চোর তো !
তোমার অমন অর্জিত সাধনার মুখোস -