দীর্ঘ আলাপ শেষে,
"আজ তাহলে রাখি,ভালো থেকো"
" তুমিও ভালো থেকো,অনেক ভালো থেকো,
আরও কি যেনো বলার বাকি ছিলো
ও হ্যাঁ,মনে পড়েছে ,
অনেক ভালো থেকো তুমি"
এইমাত্র তো বললে,
"আরও কিছুক্ষণ কথা বলবে ?
বলোনা আর কি কি বলতে চাও"
"তোমার সব ক্ষয়-ক্ষতির জন্যে আমি দায়ী!
আমাকে ক্ষমা করেছো তো?"
"ধ্যাত বোকা সেসব কবে ভুলে গেছি---
সেই তোমার উপর তীব্র অভিমান নিয়ে
যেদিন প্রথম আমাদের প্রিয় শহর ছেড়ে আসা
তারপর এই পা দুটোয় কতো সব শহরের ধুলোমাখামাখি ---
জানো সব কেমন ধুলোয় মিলিয়ে গেছে -
কষ্ট পেলে ,যাহ!ভুল হয়ে গেলো
তোমাকে বেদনাদ্র করার কোনো ইচ্ছে ছিলোনা আমার
ভালো থেকো-
আজ তবে রাখি ---"