কেন আমাকে এমন আলাদা করে
ভিন্নমাপে দ্যাখো ?
হ্যাংলা-আধভোলা শরীরি উত্তরাধিকার-
আটপৌরে অস্তিত্ব-
একান্ত রোগ-শোকে দিন কেটে যায়-
দিন-রাত সীমাবদ্ধ হয়ে থাকি
সংকীর্ণ হিসাবে-নিকাশে-
কখনো হিংসায়-ঈর্ষায় জ্বলে-পুড়ে
চোরা কয়লা হয়ে যাই
গুপ্ত ঘাতকের মতো  -
এমন কোনো বিরল জাগতিক ঐশ্বর্য্যকে
ছুঁয়ে দেখিনি কখনো -
না আছে দুনিয়া ভুলানো কোনো মেধার জ্যোতি-
টুকরো টুকরো ভুল-মালিন্য লুকোতে
পরাজিত-ক্লান্ত এক সত্তা আমি-
কি আছে উল্লেখ করার মতো?
হৃদয়ের জমিন অতোটা তো নয় বড়!
কেনো তাকে আকাশের মতো করে দ্যাখো ?