এমন একটা সময় ছিলো
মনে হোতো দু'জনা পরস্পরকে ছাড়া
চিনতামনা আর কাউকে-
এমনকি একটা ঝড়ো বাতাসও
নেশায় বুঁদ হওয়া সময়কে পারতোনা ছুঁয়ে দিতে -
আর দ্যাখো এই জানাজানি পুরনো না হোতেই
ফাঁদের প্রান্তে শিকারী শেয়ালের ঘোরাঘুরী
শিকারের আশায়-
আর তুমি ব্যকুল উসখুস ফাঁদ-বন্দী ময়ূরের মতো-
আমি কি মানুষ নই!
আমাকে গ্রাস করে সর্বগ্রাসী জিঘাংসা
তবু হাতে তুলে নিতে পারিনা তীক্ষ্ণ তরবারী
রূপকথার যোদ্ধাদের মতো-
তথাকথিত সভ্য পোশাকের আড়ালে ব্যর্থ ক্রোধে কাঁপে
মানবিক শরীর -
অসহায় চোখে তাকিয়ে দেখি
আরও দু'একটি পতন ...