তোমার গভীর আহবানে সাড়া দিয়ে
জীবনে একবারই ঘর ছেড়েছিলাম
ছেড়েছিলাম বেষ্ঠিত প্রিয়জন-
তখন বুকের জমিন ছিলো আকাশের থেকে বড় -
ঐ গভীরতম নীল-আকাশ আমার সাহস দেখে
কেমন গুটিয়ে যেতো-
আর পাদু'টো যেনো মানবিক শরীর নয়
ইস্পাতের মতো দৃঢ়-
ছিলো আত্মবিশ্বাসে টলটলে এক মহাসাগর-আবেগ -
স্বপ্ন গুলোর রংবাহার দেখে
ঘাবড়ে যেতো বৃষ্টি ধোওয়া রংধেনুর যতো রং-
আজ নিজেকে আবিষকার করি
তাড়া খাওয়া আহত হরিণের মতো-
এই আমি কি সেই আমি !
কেনো এক জীবনে এতোটাই বদলায় মানুষ ?
কেনো এই বেঁচে থাকা
কাপুরুষ-বন্ধ্যা সময়ের প্রতিনিধি হয়ে -