না হয় কিছু নাইবা চাইবো বুঝে-শুনেই---
ইচ্ছে করেই লুকিয়ে শুধু আড়াল খুঁজি
লাগামহীন ইচ্ছেগুলো
হাত গুটিয়ে এড়িয়ে চলি
শেষ সাধনায় -
আপোষহীন-অক্লান্ত -
অসামান্য সুযোগগুলো
কষ্ট শেষে হাত ফসকে কেবল পালায়-
না পাওয়ার সংশয়ে
অনেকটা পার করে দেওয়া স্বপ্ন -সময়-
পড়ে থাকে নিঃস্বতা আর নির্মোহের গভীর খাদে---
হঠাৎ পাওয়া অনেক কিছু
আত্মহারা হয়ে যাওয়ার এই যে খেলা -
দোষ না হয় নাইবা দিলাম আজ নিজেকে-
তোমরা যখন ধুসর রঙ-এ ঢাকছো আকাশ
এক জীবনে -আমার মতো আমি রঙ্গীন--
আমি কেবল সুখ কিনেছি অনেক দামে -