তখন অপেক্ষা মানে তুমি
প্রেম মানে কেবল তুমি
জানালার পর্দা সরিয়ে
আত্মবিস্মৃত গভীর অপেক্ষা
প্রতিটি অনুসেকেন্ড অসম্ভব মুল্যবান
ঘর সাজানো সেও তোমার জন্যে
নিজেকে যত্নে যত্নে সাজিয়ে তোলা -
দূরপাল্লার আনন্দ-ভ্রমন তোমাকে ছাড়া অসম্ভব
সংসার-একান্ত ভুবন সে তো তুমি
শোকে-বিপদে-উতসবে শুধু তুমি-
মুখ ফিরিয়ে নিয়ে ভালোই করেছো ---
ভাবতেই পারবেনা
আজ কেমন আত্মবিশ্বাস নিয়ে
শিখেছি একলা চলতে ---
যতো ঘৃণা করতে চাই
ঘৃণার মালিন্যকে অতিক্রম করে
ততোটাই  তীব্র হয়ে উঠো
আহত নিউরণে নিউরণে ---
দূরারোগ্য অসুখের মতো...
ভুলের অন্য নাম তুমি নও তো?