ঊনিশ বছর খুব লম্বা সময়
আমাদের পায়ের শব্দ চেনে
বিশ্ব্বিদ্যালয়ের রাস্তাগুলো-
মিছিলের আওয়াজে হয়তো শোনা যাবে প্রতিধ্বনি-
তিনজন যুবা---
এতোটা সময় কিভাবে পেরিয়ে এলাম
তোমাদের দেখে বিশ্বাস করতে ভয় করে
এতোটা সময় হেলাফেলায়-খেলায় কবে হারিয়ে এলাম
রেস্তোঁরায় নাটকীয় দেখা
কখন দুটো টেবিলের মানুষ এক টেবিলে
বিস্ময়ের পর্ব শেষ হোতে
তোমাদের চুলে রূপোলী রং -
টাপুর-টুপুর সাংকেতিক শব্দ বিনিময়-
না দেখার -না বোঝার কৌশল খুঁজি
ঊনিশ বছর নিয়ে গেছে অনেক জড়তা
দিয়ে গেছে অনেক দেওয়াল
কি কি যেনো বলতে চেয়েছিলাম
বলা হোলোনা ---
কে না জানে
গল্পের ভেতরে আরো কতো গল্প থাকে-
ঊনিশ বছর আমাকে কতোটা বদলে দিলো
ঠিক-ঠাক জানা হোলনা ...