যদি বলো এ আমার পেশা
রুটি-রুজি-ভাত-কাপড়-
যা ইচ্ছে বলতে পারো-
খেলাচ্ছলে অথবা নিদারুণ প্রয়োজনে
একটি পেশা বেছে নিতে হয়-
কারণ সে যাই হোকনা কেনো
এ আমার ছোট-বড়ের অহেতুক হিসেব নয়-
পরশ্রীকাতর বন্ধ্যা সময় পার করা নয় -
এখন কেবল জেনেছি ভালোবাসা ছাড়া
আর কি নিয়ে এমন ব্যবসা করতে পারি?
কি আর এমন দেওয়ার আছে অন্যকে?
পার্থিব দেওয়া-নেওয়া কম হোলোনা
এ চোখ কতো কিছু তো দেখলো -
কতো অহেতুক লেন-দেনের মালিন্যে
মলিন এ হাত ---
আজকাল ভালোবাসা ছাড়া আর কিছু
দেওয়ার মতো যে আমার নেই!
অনেক হলো -
এসো একটু ভালোবাসার কর্পোরেট বাণিজ্য করি
বড় আকাল যাচ্ছে এই ব্যবসার !