সে আমাকে গভীর আগ্রহে ছু্ঁয়ে দেখে
ছু্ঁয়ে দেখে নখ - বাহু - চুল
মুল্যবান পোশাক -যা তার অদেখা
ছু্ঁয়ে দেখে খাতা-পত্র-কলম -
ক্রমে মেলে দেয় কৌতুহলের ইচ্ছেডানা-
স্পর্শে বুঝে নিতে চায়
দুটি মানুষের মাঝে
ঠিক কতটুকু দূরত্বের নদী রাজত্ব করে -
সমর্পিত সত্ত্বার মতো
তার ইচ্ছে গুলোকে আহলাদের জলে ভাসতে দেই--
তার কচি পাতা বিস্মিত চোখের স্নিগ্ধতা মেখে নেই-
সে কি জানে ?
তার ভালোলাগার কাছে
কোনদিন ফিরবোনা আমি
কোনো মানবিক দায়ে -
অভিজ্ঞ এই মন জানে
যে পথিক চলে যায় ফেরেনা কখনও-
সেও হয়তো একদিন অপেক্ষা-কাতর হয়ে
হারিয়ে ফেলবে আজকের আমাকে
মহাকালের গভীরে -