সে আমার লুটেছে সব ---
নিয়েছে মাথার ঘন কালো চুল
বিনিময়ে দিয়েছে শ্যাম্পু-কন্ডিশনার -
চুলের রং কেড়ে দিয়েছে বর্ণীল রং
লাল-কালো-সোনালী-নীল-
বিলাসের বেড়াজালে বেধেছে আস্টে-পৃষ্ঠে-
সকাল থেকে সন্ধ্যে -
সংগোপনে লুটেছে আমার পূর্বসূরীর ঋদ্ধ সংস্কৃতি---
নামমাত্র মুল্যে বিকিয়ে দিচ্ছি সব -
আমার সাগর-নদী-অরণ্য
আমার বিশুদ্ধ বাতাস
আমার সংযম-আমার ত্যাগ
আমার গর্বিত দৃঢ় গ্রীবা-মহিমা -
যা কিছু আমার - একান্ত আমার-
কখনো দিব্যচোখে দেখিনি কিছু
শুধু শিখেছি নগদ কারবার-
সীমান্ত আমাকে কেবল চোখ রাঙ্গায় -
আসলে সীমান্ত কোথায় ?
আমার একান্ত গোপনীয়তা -
আমার সর্বস্ব - যখন অজান্তে দিনরাত
নিয়মিত ছিনতাই হয়ে যায় !