একটুখানি উপহার গলিয়ে দিলো হিম-শৈলী -
একটূ আলোর রেখায় আছে
ক্লান্তি ভুলে
দীর্ঘ পথের  সবুজ আশা-
একটুকরো  হাসি ভাসিয়ে দিলো
আমার শেখা নিয়ম-কানুন-
আমি ভীষণ বোকা-সোকা-
অল্পে-তুষ্ট-সরল মানুষ
এসব তার ভালোই জানা-