কোনো কোনো দিন আসে
কেবল খুশীর ঝর্ণা-ধারা হয়ে -
প্রাপ্তিতে প্রাপ্তিতে ভরে যায়
দূঃখী-দূঃখী সময়-
বিনা নোটিসের আগাম শুভেচ্ছা-কার্ড-
ফিরে পাওয়া বহুদিন আগে হারিয়ে যাওয়া
একঝাঁক বন্ধুদের মুখ -
বাঁধহীন উচ্ছ্বল হল্লা-
এমনকি চারপাশে  রাজত্ব করে
উজ্জ্বল মোহময় আলো-
ঝাউয়ের ডালে লেগে থাকে
আকাঙ্ক্ষার দূতী
ধূসর -সবুজ মোহিনী কুয়াশা -
মনে হয় নাগালে পেয়ে গেছি
না পাওয়া সব সুখ -
তবুও পোড়খাওয়া স্মৃতি
হয়ে থাকে সন্দিহান-
এই বুঝি ধ্বসে যাবে
পৃথিবীর শ্রেষ্ঠতম মিনার-