কোন একদিন নাবিক ছিলাম নাকি
দুচোখে নীল সমুদ্রের স্বপ্ন মাখা-
ছিলো নাকি নৌকা- বৈঠা-পাল-
ইচ্ছে মতো নিরুদ্দেশ যাত্রা-
দৃষ্টি-সীমায় বিন্দুর মতো
হাতছানি দিয়ে যেত
অনাবিষ্কৃত কোন এক নতুন দ্বীপ-
দুর্দান্ত ঢেঊ এর মাথায় বাজিগর জীবন-
সাদা গাঙচিলের পাখা ছুঁয়ে ছুঁয়ে
অবশেষে মিলে যেতো
আমার স্বপ্নের মতো এক দ্বীপ-
একদিন নাবিক ছিলাম নাকি !
সাধ যায় আবার সমুদ্রে যাবো;
ভাঙ্গা নৌকো পড়ে আছে মুখ থুবড়ে
সন্ধ্যার অন্ধকার বালুচরে-
দ্বীপ-যাত্রার মাধ্যম অজানা;
আজ অভিমানি অস্তিত্ব -
আজ বৈঠা পাল গুটিয়ে
ঘরে ফেরার দিন -