এই পদযাত্রা  কখনও ঠিকানা হয়ে উঠে -
ক্লান্ত পরিব্রাজক পা ছড়িয়ে বসে-
শিকড় প্রথিত করার আয়োজনে  
নিমগ্ন হয় -
কোন একদিন গন্তব্যের উদ্দেশ্যে ঘুরে ঘুরে
গন্তব্যহীন গন্তব্যে এই ঠাঁই নেওয়া  -
একে কি আনন্দময় পরিভ্রমণ বলে ?
সেই কবে- বহুদিন আগে
তোমাকে পাওয়ার আশায়
আমি এই পদযাত্রা শুরু করেছিলাম-
কবে পথ একটু একটু করে সরে গেছে
তোমার পথের থেকে অনেক দূরে
আমিও ভুলেছি তোমাকে-
এইভাবে গন্তব্য বদলে যায় !
এত সবের পরেও
গন্তব্য কি কোনদিন বদলে যেতে পারে?