স্মৃতি হাতড়িয়ে বের করে আনি
একটি কালজয়ী প্রিয়তম সংগীত -
একদিন যার সুর-মূর্ছনা ছেয়ে ছিলো আমার অন্তরাত্মা-
আমি হারিয়ে যেতে চাই
প্রতিটি শব্দের গভীর ব্যঞ্জনায়-
অতিতের সেই সঞ্জীবনি ভালোলাগার নিমগ্নতায়-
কিন্তু হায় বর্তমান !
আমার স্বপ্নভূক বর্তমান !
আমাকে দেয়না রেহাই-
উর্দ্ধতনের পাঠানো মূহুর্মূহু বার্তা-প্রতিবার্তা-
মুদি-দোকানের একঘেয়ে তালিকা-
একের পর এক পাওনাদারের আগমন-
অনাহুত অতিথির অকারণ দীর্ঘ উপস্থিতি-
তীব্র অভিমানি হয়ে উঠে
আমার আত্মা ছুঁয়ে দেওয়া সংগীতটি-
একটি শব্দ , মোহীনি কোন সুর
আমাকে আজ ছুঁতে পারেনা -
আজ তাল কেটে গেছে
আজ কোন সুরের সাথে হবেনা
অমন ঘর-বসতি -