অদেখা ;
সব অজানা;
খুব কাছে আছি?
স্পর্শসুখের মতো -
দিনভর শব্দখেলা চলে
এতোসব কিভাবে বুঝাবো?
বিশুদ্ধ জলের অস্তিত্বের মতো-
দমকা হাওয়ায় ফুল-সুগন্ধীর মতো-
প্রতীক্ষার শীতার্ত প্রহরে প্রাপ্তির মতো-
চেতনা আচ্ছন্ন করা কোনো বোধের মতো-
বলতে পারো চোখ বুঁজে একান্ত নির্ভরতার মতো-
নাভীশ্বাস সময়ে বাতাসের কাঙ্ক্ষিত হিমেল ছোঁয়ার মতো -
পতনশীল মূ্হুর্ত সামলে অক্সিজেনে ফুসফুস ভরে নেওয়ার মতো-