খেয়ালী হেঁয়ালীতে কেটে গেলো
নিরেট অমুল্য সময় -
শব্দে শব্দে কতো কথা সাজাই -
যে কথা প্রকাশ করার নেশায়
বার বার নিয়েছি বিশেষ প্রস্তুতি-
সেই কথামালা আমাকে দেয় না ধরা
প্রকাশিত হয় কেবল অন্য এলেবেলে কথা-
তীব্র অস্বস্তিতে ঘিরে থাকে অণু মুহূর্তগুলো-
অপ্রিয় অনুষঙ্গের মতো-
জানি তারা শত চেষ্টায় থেকে যাবে অধরা!
দিন রাত আমি শুধু মরীচিকার পিছু পিছু ছুটে যাবো
নির্মোহ সময়ের গায়ে এঁকে দিয়ে অলীক আঁচড়-
তবু সে প্রসন্ন হয়ে একবারও ফেরাবে না তার গর্বিত গ্রীবা!