চারপাশে হাজারও হাতছানি-
খুব সতর্ক পা ফেলি -
অনাবশ্যক ভাবনাগুলো ছেঁটে ফেলি
নির্দয়ের মতো-
দৃষ্টির উপর রেখেছি সজাগ নিয়ন্ত্রণ -
শব্দের মুখে পরিয়েছি লাগাম-
বড় বেশি মোহজালের
আঙ্গিনায় দিনরাত্রির পাহারা-
এসব কোথায় পেলাম?
না, একদিনে নয় ,
সাধনা চাই জীবনব্যাপি-
হয়তো জয়ের দেখা মিলবে
হয়তো মিলবে না -
তবু আশা ছাড়ি না -
অমোঘ উত্তরাধিকার
ছায়াসঙ্গী হয়ে অণুক্ষণ সাথে হাঁটে-
অস্বীকারের নেশায় পেয়ে বসে-
আমিও লড়াকু-
ঠিক কিসের সাথে নেমেছি যুদ্ধে?
জড়িয়ে যাই নিরন্তর তর্কে
নিজের সাথে নিজে -
জয় -পরাজয়ের দ্বৈত অনুভবে
ডুবে থাকি আত্মসমর্পিত -
শুধু জানি ভয়ঙ্কর শুন্যতার মাঝে
কে যেনো আছে সাথে  -
অদেখা অজানা-
সেও খুব টানে !