দুর্লভ পণ্যটি আমার চাই-ই -চাই
ভিড়ভাট্টা ঠেলেঠুলে নিলামে দাঁড়িয়েছি কতোদিন
নিজস্ব করে পাওয়ার আশায়
কতো দীর্ঘ প্রতীক্ষা-
তারপর  কবে কখন ধুলায় লুটিয়ে থাকে
পাই না ফিরে তাকানোর সময়।
অন্য কোন নতুন নেশা আমাকে পেয়ে বসে
চুড়ান্ত অবহেলা-
এখন কি যেনো খুঁজতে খুঁজতে সর্বস্বান্ত -
অনেকটা সর্বহারার মতো,
নুন আনতে পান্তা ফুরোয়,
মুঠোভরা মোহর চাই এই দুঃসময়ে
কোথায় পাবো ?
পথ ও পদ্ধতি জানা নেই -
মাটি খুঁড়লে বের হয়ে আসে
ধুলো কাদা,  নুড়ি-পাথর -
নদীর বিশুদ্ধ জলধারা কোথায় ?
কি ভেবে শেষ পাথরটি সরিয়ে দেখি
পড়ে আছে একটি নিরীহ চাবি -
দ্বিধা -
তুলে নেবো কি?