দিনভর মিথ্যে ব্যস্ততায় নিমগ্ন থাকি
সবটাই ভুলে থাকার ছুতো-
বললে, "আজকাল ব্যস্ততা গিলে খায়"।
আর অমনি অভিমান ঘূর্ণিঝড়ের মতো
উড়িয়ে নেয় আবেগের সমভূমি থেকে পাহাড়ি খাদে-
নিজেকে ব্যস্ত করে রাখি অসংখ্য গুরুত্বহীন কাজে
কাজেরা সান্তনা দেয় না,
বলে, " ফিরে যাও, তুমি এখন উদ্বাস্তু"
'অপেক্ষা' শব্দটি এখন হাজার একটি আকাঙ্ক্ষার প্রতিশব্দ।
উড়ুক্কু ধূসর বৃষ্টি-মেঘ সামিয়ানা করে
হাঁটছি একা একা-
পায়ের নীচে কৃষ্ণচূড়ার অকৃপণ লালগালিচা সম্বর্ধনা -
আয়োজক কে ? অজানা !
চারদিকটায় বাড়াবাড়ি রকম সবুজের ষড়যন্ত্র -
এইসব সুন্দর দৃষ্টি-পথ বেয়ে নিউরণে ভীড় করে
আরো বিপন্ন করে তোলে এই ভঙ্গুর অস্তিত্ব -