এই সুসজ্জিত স্বপ্নের মাঝে বিলীন হবো
স্বপ্নের নিভৃত আঙ্গিনায় কাটিয়ে দেবো
জীবনের হীরক মূহুর্ত
বার বার শুনবো এই স্বপ্ন বয়ান-
এক সময় বিরক্ত হয়ে তুমি থেমে যাবে জানি !
আসরে সবাই গুণীজনের প্রশংসায় পঞ্চমুখ ছিলো
এমনকি আমিও;
তুমি কেনো চমকে দিয়ে আমাকেই
শুধু আমাকেই দিলে দুর্লভ সম্মান ?
কেনো অপ্রত্যাশিত স্তুতিতে আমাকে অপ্রস্তুত করলে ?
তখন থেকে আমি হয়ে গেলাম  তোমার দাসানুদাস
সেও প্রস্তুতি ছাড়া-
আমার আমি ছাড়া আর কোনো উপহার
অবশিষ্ট ছিলো না আমার সাথে-
আর কি বা দিতে পারি তোমাকে?
এমনকি কিভাবে তোমাকে স্বীকৃতি দিতে হয়
সেই কথামালাও বিস্মৃত হোলাম আমি -
শুধু কিছু অব্যক্ত শব্দ নিয়ে নিঃশব্দ রইলো
আমার ব্যকুল দৃষ্টি-