একটু আরো সচ্ছলতা থাক - তাই চাই
এই দীন কাঙ্গালপনা কারো কাম্য নয়-
যদি এমন হয়; চলো দুই পা বাড়াই
আলোর তীব্রতা কমে ধেয়ে আসে ক্ষয়
জোছনা ঢেকে দেয়া ধূসর মেঘের কালো
ভেবে নেবো ! ঐ চাঁদ হারিয়েছে আলো!
দেবে না আর বুঝি আগের মতো
অযাচিত অকৃপণ ঔজ্জ্বল্য যতো
ক্ষয়িত বিকেল শেষে গোধূলীর সময়
স্বল্পায়ূ হয়েছে বুঝি সুখভরা সুসময়!
নিকট অতীতেই ছিল আফসোসে ভরা
কাতর হওয়া সেই মনে ফ্যাকাশে খরা!
বোকা সময়গুলি অন্য পথের বাঁকে
দীর্ঘ প্রহরগুলো অযত্নেই পড়ে থাকে
দারুণ কঠিন ক্ষণ,অরক্ষিত মোহহীন
শিয়রের খুব কাছে অসময় এইদিন
সাক্ষী হয়ে ঘুমায়! রূপসী প্রজাপতি!
যতিচিহ্ন টানে কে? কি হয়েছে ক্ষতি?