হঠাৎ ঝড়ের মতো এসে
লহমায় নিয়ে গেলো সে
আমার ফসলী মাঠ,
পুকুরভরা মাছ ,
গোলাভরা ধান,
গোসম্পদ,
একান্ত আঙ্গিনা,
আমার অন্দরমহল,
গোপনীয়তা -
এখন আমার বলে আর কিছুই রইলো না
অনেক ঘাম, রক্তের বিনিময়ে
আগলে রেখেছি যা আজন্ম !
না, দু:খগুলো গিলে খাচ্ছি
শুকনো ভাতের মতো -
শুধু জানি এভাবে একে একে
ছেড়ে দিতে হয় প্রিয় যা কিছু  সব-
ওরা কি কখনও আমার ছিলো না?
এই দুর্দিনে আমাকে বাঁচায়
অলৌকিকভাবে পাশে এসে দাঁড়ায়
বন্ধুর মতো ছায়া দেয়
পিঠ রাখার দেওয়াল হয়ে
এক নির্মোহ প্রস্তুতি-
নিঃশব্দে বন্ধ করে ফেলি
অকারণ অভিযোগের মুখরা ঝাঁপি ।