তুমি কেমন সেই সত্যের সাথে
দেখা হবে না কোনোদিন-
তোমার পেছনের যাপিত জীবনের সীমাবদ্ধতা
আমাকে আহত করবে
তেমন সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ-
তবু যেটুকু তোমাকে জানি
কেবলই বিস্মিত হই আমি
এই মেধাশূন্য সময়ে
এই দুর্বিনীত মানুষদের ভীড়ে
তোমার স্থিথধী মেধা -মনন
আমাকে বিমুগ্ধ করে ।
এতো ধৈর্য্য কিভাবে ধারণ করো তুমি!
তোমার প্রজ্ঞা-বিনয়ের আলোয় ভেসে যায়
চারিপাশের মূর্খতার অহমিকা।
এই যে জয় করেছো স্তুতির উচ্ছ্বাসে
আপ্লুত না হওয়ার নির্মোহতা !
আপত্তিকর প্রসংগে রাগ-অস্থিরতা দমন,
এ তো একদিনের অর্জন নয় !
সংকটে আকীর্ণ দুর্দিনে শুনিয়ে যাও
গভীর আশাবাদের বাণী -
কোথা  থেকে আত্মস্থ করলে এসব
এই নিরলস সাধনার বিদ্যা ,
না, মানুষকে দেবতা করে তোলার
প্রয়াস এ নয় -
ইতিহাসে মানুষকে দেবতা করে তোলা
আর সেই দেবমূর্তিকে ধুলায় লুটিয়ে দেওয়ার
অসংখ্য ঘটনা তো আমাদের অজানা নয়।
শুধু তোমাকে একান্ত আদর্শ ভাবতে
এক আত্মতৃপ্তির দুনিয়ায় হারিয়ে যাই আমি -