সে সমস্ত কৌতুহল নিয়ে জানতে চাইলো,
"কতটুকু ভালোবাস আমাকে ? "
সে তার নিবেদনের নৈবেদ্য সাজালো ঔৎসুক চোখে ,
"সারাজীবন আমাকেই,শুধু আমাকেই ভালোবাসবে ?"
সে গভীর আকাঙ্ক্ষা নিয়ে বললো,
"কথা দাও কোনদিন ভুলে যাবে না আমায়" ।
অপরপাশে উত্তরহীন নিরবতা
অন্ধকারের মতো জমে উঠলো-
সময় ওদের খুব কাছের বন্ধুর মতো
বুদ্ধিজীবির চশমার ফাঁক গলে
বেরসিকের মতো বিজ্ঞ পিচ্ছিল হাসিতে
চারপাশ কাঁপিয়ে দিলো -
এই ভীতিকর হাসির শব্দে
দু'জনের এই অনিন্দ্য বর্তমান
অজানা আশঙ্কায় শোকাচ্ছন্ন হয়ে গেলো-
অগণিত অর্থহীন ব্যর্থ গল্পের সাক্ষী হয়ে
আজ সে বড় নির্মোহ -