মানুষ মানুষকে কতো কিছুই দেয়
এই দেওয়া-নেওয়ার পৃথিবীতে ।
চুলচেরা হিসাবে রক্তাক্ত যখন
অভিজ্ঞতার স্মৃতি -
চলার পথে কুড়িয়ে পেলাম
এক অপার্থিব উপহার
কোথায় যে রাখি?
ভয় হয় -
যদি রোদ্দুরে পুড়ে যায়
বৃষ্টিতে ভিজে যায়
খরায় শুকিয়ে যায়
অবহেলায় হারিয়ে যায়
করুণায় ম্লান হয়-
কোথায় যে রাখি তাকে ?
বিনামুল্যের,বিনাশর্তের উপহারটি নিয়ে
বড় বেশি ভাবনায় আছি -