সাত মণ তেল পুড়লো
কিন্তু রাধা নাচলো না-
অনেক কাঠ-খড় পুড়ে ছাই হোলো
দৌড় -ঝাঁপ তো কম হোলো না,
তবু এই রসায়ন জমে উঠলো না,
রয়ে গেলো হাজার মাইলের দূরত্ব-
এক অদৃশ্য দেওয়ালের অস্তিত্ব খুব স্পষ্ট
অসম্মান আর অবজ্ঞার কুয়াশায়
ঢেকে থাকলো যাপিত জীবন-
তিক্ততার অনুবীজ ক্রমে হয়ে উঠে
বাড়ন্ত বৃক্ষ-
তারা কেউ কেউ এভাবেই কাটিয়ে দেয়
একটি সম্ভাবনাময় সুসময়-
আবার এমনও তো কিছু সম্পর্ক থাকে
আড়ম্বরহীন, অঘোষিত-
নিশব্দ নিরব অনুচ্চারিত সমঝোতায়
গভীর প্রাপ্তির অনুভবে পূর্ণ-
অহেতুক কোলাহল
অনাবশ্যক অহংবোধ যেখানে সমাহিত-