পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে
পূর্ব থেকে পশ্চিমে
আমি সাদা-কালো দেখি না
নারী-পুরুষ দেখি না
ধর্ম-বর্ণ দেখি না
জাত-পাত দেখি না
ধনী -গরীব দেখি না
ভাষার পার্থক্য দেখি না
জাতি-উপজাতি
গোত্রভেদের মারপ্যাঁচ দেখি না
উন্নত -অনুন্নতের
তথাকথিত সংজ্ঞা খুঁজি না
শুধু দেখি মানুষ
শুধু দেখি মানুষের মুখ -
শুধু দেখতে পাই একই
সুখ-দুঃখ-
শোক -বেদনা-
হাসি-কান্না
একই বিরহী মুখচ্ছবি -
শুধু খুঁজি অমায়ীক হাসির ঔজ্জ্বল্যে
ভেসে যাওয়া
চোখের দ্যুতিতে ঝলমল করা
তৃপ্ত মানুষের মুখ -