এক বাউন্ডুলে পথিক হওয়ার স্বপ্নে
আজীবন বিভোর এই চোখ-
পথ চলায় কি যে নেশা
থামতেই মন চায় না
শুধু অবিরাম চলেছি
চলার পথে পাথেও দিয়ে
ভরিয়ে দিয়েছো আমাকে
অপার্থিব সব উপহারে
ভরে আছে দু'হাত-
কখনো তোমাকে নিমিলীত চোখে
করিনি কৃতজ্ঞতা প্রকাশ-
শুধু নিয়েছি
আমি যে দিতে শিখিনি ।
উজাড় করে দিতে পারার সুখ
আজও অজানা।
তুমি শিখালে উদারতার সুখ
আজও জানি না নিশ্চিত করে
পেরেছি কি নিতে আদেও
তোমার দেওয়া কোনো শিক্ষা-
আজও স্বার্থপরের মতো
তোমার কাছে আবারও চাইবো
আমাকে বাঁচিয়ে রেখো
বেদনার ভুল থেকে -
পথ চলার কষ্ট থেকে-
একটু বসতে দিও শান্ত জলার ধারে
ঐ ছায়াময় বৃক্ষটির পাশে-
যেনো মুছে নিতে পারি
উত্তপ্ত দুপুরের ক্লান্তি।
দেখলে তো ,
আবারও আমাকে ঘিরে থাকে
কেবলি চাওয়া পাওয়ার হিসাব-