হাত বাড়িয়ে দাও আরো
- যতটুকু পারো;
যতরকম পারা যায়।
ভেবো না! কতেক নগণ্য
কোথাকার কোন অসহায়!
শুধুই মানবতার জন্যে;
সুন্দর এই পৃথিবীর জন্যে-
আমার বা আমাদের ছাড়িয়ে
সবাকার তরে দাও বাড়িয়ে।
তাই আর, কার্পণ্য করো না
স্বত্বভোগী স্বার্থপর হয়ো না।
জঘন্য! তোমার একার প্রাপ্তি
জেনো, ওখানে লুকানো  অতৃপ্তি;
বাহিরে ঠাট ভেতরকার শুন্যতা!
এবার পারো তো -
খানিক তবে, মুক্ত করে নাও।।