সাজানো দৈনন্দিন পরিপাটি
বিস্তর সামাজিক খ্যাতি-
ভাতঘুমে জড়ানো দুচোখ
পান রসে সিক্ত মুখ-
এক অস্ফুট আরতনাদ
তাকে তাড়া করে ফেরে
কে যেন বলে,'বাবা- বাবা--'
ঘুমঘোর কেটে গেলে পরে
গ্রামীণ সুনসান বিকেলের আয়োজন
বড় ষড়যন্ত্র করে এ সময়,
বিষণ্ণ দীর্ঘ  প্রহর-
কে ডাকে অবেলায়?
আমি তার পিতা নই
সে যে বড় দায়-
ক্ষণিকের কোনো উন্মাদনা
কোনো ভুল -কে টানে জীবনব্যাপী?
ঘোর কেটে গেলে নড়েচড়ে বসে সে
চারিদিকে কি যেন খুঁজে দেখে ফের
না চারপাশে নেই কোনো দায়।
তাহলে কে ডেকে গেলো এই অবেলায়!
সন্ত্রাসী গেরিলার মতো
একান্ত অবসরে কেনো
অন্ধকার অতিত হানা দেয় ?