সে কি আজ আসেনি?
কবিতার অলিগলি, জলাজমি প্রান্তর  
পড়ে আছে নিষ্প্রাণ
পদচিহ্নহীন-
কে আছে তার মতো প্রতিদান অপ্রত্যাশী
এমন যত্নশীল সহৃদয় সত্তা কোথায় আছে?
সে কি আজ ঘুমিয়ে নিবিড় ঘুমে?
রূপকথার জীয়নকাঠি ভাঙায়না তার ঘুম?
একদিন সে কি আসবে না নিভৃতচারী
অথবা সরব পথিক হয়ে
কবিতার অনাঘ্রাত আঙিনায়?