এভাবে আবোলতাবোল করে কাটে
একটি সোনালী  বিকেল
শীত-সন্ধ্যাটাও ম্যাড়মেড়ে
কয়েকটা পাখি  হুল্লোড় করে ঘরে ফেরে
ঘাড় গুঁজে বসে থাকি পার্ক এর বেঞ্চে
ঘরে ফিরলে কি
আর না ফিরলে কি?
রাতও কি সব ষড়যন্ত্রে মশগুল
তবুও এক অদৃশ্য টানে ঘরে ফেরে সবাই
আমিও ঘরে ফিরি
টেবিলে ঢাকা থাকে আটপৌরে খাবারদাবার
অল্প আলোয় সবকিছু আরো বৈচিত্র্যহীন হয়ে যায়
আজ কাউকে রূপকথা শোনাবো না!