আমি কবে,কখন স্বাধীন ছিলাম?
বলতে পারো?
মেরুর উত্তর অথবা দক্ষিণ প্রান্ত ধরে
অসীম আতংকে ঝুলে থেকেছি
নিয়ত পতনের আশংকা  নিয়ে
শতাব্দীর পর শতাব্দী -
মিথ্যে আর অন্যায়ের সাথে
করেছি নির্বিবাদ সন্ধি-
আমার শরীরে যুগান্তরের আতাতকামী
ভীরুতার রক্তপ্রবাহ-
একে কি স্বাধীনতা বলে?
আমি স্বাধীনতা  চাই
বাধাহীন  আকাশের মতো
স্বাধীনতা চাই-
ইস্পাত-কঠিন  শক্ত দুজোড়া পায়ের
মননের মেঘমুক্ত সুনীল আকাশে
উড়াতে চাই শান্তির সাদা ঘুড়ি-