প্রিয় মৃত্যু, তুমি এমন করে এসো না
আমার অসমাপ্ত দায়গুলো অরক্ষিত পড়ে থাকবে
অভিভাবকহীন-
এমন করে এসো না
শীত রাতে আত্মীয়-সজন প্রতিবেশীর দায় বাড়িয়ে দিয়ে;
আমি সামান্যই ছিলাম
অসামান্য দেশবিখ্যাত  নই কোনো-
সাধ্যের অধিক সামরথ ছিলো না তাই
আমি তোমার কাছে তুচ্ছ ছিলাম কি?
যথেষ্ট আচার প্রথা অথবা নুন্যতম মন্ত্রোচ্চারণ!
কেউ আমার উদ্দেশ্যে শীত বাতাসের গভীর রাতে
অকাতর অকৃপণ শোকগাথা গাইবে না-
যদিও কারো চোখে কান্নার চিকচিক
আজ ভীষণ বিরল মানি!
কান্না শুকিয়ে গেছে
কাছের মানুষগুলোর সংযোগহীনতার স্মারক হয়ে-
তাহলে প্রিয় মৃত্যু এমন ভাবে এসো
আমাকে ঘিরে কারো কোন দায় থাকবে না
ঠিক আমার প্রত্যাশাহীন প্রত্যাশার মতো-