কালো বোরখায় ঢাকা মুখ
শুধু দৃশ্যমান প্রদীপ্ত বিদ্রোহী চোখজোড়া
তুমি তোমার সমস্ত সাহসকে একত্রিত করে
উচ্চারণ করলে পোড়খাওয়া জীবনের মহাকাব্য
হ্যা, মহাকাব্যই বলবো!
তোমার এই দুঃসাহসিকতাকে
রোগ-শোকের সাথে যুদ্ধ করে বেচে থাকা
অন্ধকার বস্তিঘরে বেড়ে উঠা শৈশব-
বিদ্যালয়ে যাওয়ার সুযোগ জোটেনি ভাগ্যে
বাল্যবিবাহের তিক্ত অভিজ্ঞতার সাক্ষী তুমি
অকাল বৈধব্যের শিকার তুমি
দারিদ্রের করাল গ্রাসে নিয়ত পিষ্ট তুমি
কিন্তু তোমার দু'চোখে খুজে পেয়েছি
পৃথিবীর শীর্ষ ক্ষমতাধর নারীদের থেকে
বহুগুণিত সংগ্রামের প্রোজ্জ্বলিত দীপশিখা
তুমি যুগান্তরের সেই নারী!
চির অপরাজিতা তুমি
তোমাকে দিলাম
আমার নিরব শ্রদ্ধার অর্ঘ্য ......