"আপন হোতে পারলি না রে মন"
এই আলো আঁধারির অলংকার
দেহাতি শিল্পীর কণ্ঠ নিংড়ানো সুর
শুরু হচ্ছে আর একটি ভোর-
অদূরে অন্ধকারের নির্জনতা ছিন্নভিন্ন করে
গেয়ে উঠে একটি নিঃসঙ্গ চাতক -
এ কি অসময়?
কেন ভেঙে যায় কোমল কাঙ্ক্ষিত ঘুম
অজানা আশংকায়-
আমার বাতাসে সংকট
ঘিরে থাকে কালো ধুয়া
কতটুকু ঘাম,রক্ত আর নিষ্ঠার সমীকরণ
চোখ বুজে নিশ্চিত উচ্চারণ -
আজও অজানা!
জীবন্মৃত মন কিছুই না শুনুক
কোকিল অথবা কাকের চিৎকার-