এসো কিছুক্ষণ চুপ করে থাকি
এই যেমন তুমি
তুমি মানে স্মৃতিকাতরতা
আমার অপেক্ষা গন্তব্যহীন
জীবনকাতরতা আমাকে দিয়ে করিয়ে নেয় সব
সম্ভব -অসম্ভব
একটুখানি সুখের জন্যে
জীবন বাজি রাখি
আহা! যে সব কথা আগে বলা হয়নি
তোমাকে বলবো বলে গুছিয়ে রাখি
দিন শেষে ভুলে যাই
আরো সব জগতযন্ত্রণার ভীড়ে
তারপর আবোল-তাবোল কথাদের জঞ্জালের নীচে চাপা পড়ে
"যে সব কথা আগে বলা হয়নি"