১.
যুদ্ধ হোলে কেউ কেউ জয়ী হয়
এক জীবনে বিজয় দেখিনি
স্নায়ুহীন অস্তিত্ব জুড়ে কেবল হতাশার রাজত্বকাল
আরো কাঁদো,  আরো - সময়হীন কান্না
তোমাকে গ্রাস করুক সীমাহীন ঘৃণ্য লোভ
এমনকি তারাদের মননেও তীব্র লালসা
বার বার পরাজিত হওয়াই যখন নিয়তির অন্য নাম
এ অস্তিত্ব জানে না বিজয়ের স্বাদ
আর নিজেকে সান্ত্বনা দিয়ে বলো,
আমি এখানে কাঁদতে আসিনি-
এমন কেন হয়!


২.
এ কেমন পরাজয়-যুক্তিহীন
কোনো কঠোর তপস্যা ছাড়াই
অবহেলার কতো সফল ছলাকলা জানা আছে
প্রতিজ্ঞার শক্তিতে রুদ্ধশ্বাসে বন্ধ হোতে দেই
পার্থিব সম্ভাবনার দরজাগুলো-
শুধু তোমার বেলায় সব তপস্যা বিফল হলে
পড়ে যাই গভীর বিপন্নতার খাঁদে-