এই আধা আধুনিক নগরে চলে এসো একদিন
বেশ লাগবে তোমার
মেগা শহরের ধুলো নেই
জানজট নেই
দূষণে ভারী হওয়া বাতাস নেই এখানে
গাঁ গেরামের কাদা-পানি মাখা পথ
দীর্ঘ লোডশেডিং,  সংযোগহীনতা নেই
এই বাড়ন্ত শহরের আদ্যোপান্ত পাঠ করে নিতে
খুব বেশি সময় লাগবে না তোমার
অবহেলায় এখনও ছড়ানো ছিটানো আছে
কিছু নির্জনতার সুখ-
এখনও বৃষ্টি এলে এই শহর
রাজকুমারীর মতো অভিজাত।
ঠিক অভিজাত শব্দটির বিকল্প কিছু
আজও আমার জানা নেই -