এ এক অন্তহীন তৃষ্ণা
দুচোখ দিনরাত চেতনে-অবচেতনে
কি যেন খুঁজে বেড়ায়
সে কি জানে কিসের এই অক্লান্ত অন্বেষণ
সে কি খুঁজে কোন এক ব্যক্তিমানুষ
সে কি খুঁজে খুঁজে ব্যর্থ হয়
মেধা ও মননের আকাশ-
সে কি খুঁজে পেতে চায়
নতুন আলোর অস্পষ্ট রেখাটি
আর এইখানে ভুল হয়ে যায়
সে কি ভুল করে
বার বার ভুল করে
সে কি জানিতো না
এ কোন ব্যক্তিকেন্দ্রিক অনুসন্ধান নয়
এই তৃষ্ণায় তৃষিতজন
অতৃপ্ত থেকে যাবে একটি যাপিত জীবন
শুধু জেগে থাকবে একজোড়া সতৃষ্ণ চোখ -