♦÷ ÷ ||||<><>||||÷ ÷♦


কখন যে হারিয়েছে! জানিনা,
সময় কি তবে থেমেছিল খানিক?
নাহ! অসময় আর মানি না।
বেমানান এইসব জানি কেমনকেমন -
চুলোয়যাক অজানা বাধার বিদ্রোহানল
কবে আর ছিলেম উন্মনা এমন;
ভুলেই থাক গহীনের হাহাকার।
মেনে নিয়ে জেনে যাই তারে
আমার সকল সহা শুদ্ধ পরিমল।
আজ অবেলায় বেলা -
সুখের অসুখের কাছে সঁপেছি আমারে
এই বেশ! সহজিয়া আত্মসমর্পণ ||


আমার আয়োজনমালা কোথায়?
এইবেলা দেখি সব, ক্ষুদ্র হায়!
বেগবান সমুদ্র, সেতো নিবিড় প্রবল;
নিমিষে মিলিয়ে নেয়া যায়-
জ্বলজ্বল তাহার সকল বারতা,
শিখর হিমাদ্রির উচ্চতার সাথে
সুস্থির নীল আকাশের কাছে-
সবখানে পেয়ে যাই,তৃপ্তি বিমল।
কি নেই! কি আছে? ভাবনাহীন!
আমার অস্তিত্ব নতুন জেনে যায় -
পুনঃপুন এলোমেলো ক্ষুদ্রতার কথা।
এক জীবনে কি এতসব মেলে?
প্রাপ্তিযোগ্য সকল আরাধ্য সাধন!
তুষ্ট হৃদয় আজ মাতোয়ারা -
পূর্ণায়ু পূর্ণিমা আর নীরব উৎসবে
পাহাড়ের গাম্ভীর্যে মেশাই মুগ্ধতা।
হৃদয়ের সব রঙে সাজাই স্বপন,
আকাশের নীলে মাখি তার মৌনতা ||
      == ♦♦♦♦ ==