.......


আমার ঐতিহ্যের প্রোথিত গহীনে
        - উৎস মূলের মজ্জা বেয়ে বেয়ে
মমির মতো দীর্ঘস্থায়ী অনুভব নিয়ে
        ...... অস্তিত্ব ছুঁয়ে থাকি প্রতিক্ষণ;
প্রাণপণ ছুটি যতো ঘরেবাইরে!
        অস্থির অসার বোধ প্রশমিত রাখি।
অক্ষর বিহীন পাণ্ডুলিপি লিখে যাই,
         অপ্রকাশিত কোলাহলের উৎসবে
অবিবাদ নিমজ্জিত থাকি অনুক্ষণ।
       সময়ের দেয়ালের অমসৃণ গায়ে
        বিচিত্র রঙিন আয়োজন আঁকি
অজান্তেই বেঁধে রাখি বাঁধহারা ভাষা
    অবকাশ দূরকরা স্বীয় মনোভবে
      প্রশান্ত আনন্দময় বিশুদ্ধতার ভাঁজে।
  আপনারে ভুলে যাবো, কিভাবে?
স্বকীয়তা সাজানো থরে বিথরে
      অনিমেষ চেয়ে চেয়ে জাগ্রত থাকি
দ্বিধাহীন দুরাশা নয় সুপ্ত নিরাশা নয়;
জয়ের ডঙ্কা বাজে আমার সকল কাজে,
       চারিদিকে প্রতিদিন আনন্দ ঝরে
    .... অসীমের অভয়ের শুদ্ধ সুর বাজে।


                     - - -