এর থেকে সুখী কবে সে ছিলো
এর চেয়ে কবে সে এমন করে ভেসেছিলো
উড়াল বাতাসে-
দিনভর নিজস্ব আলাপচারীতা চলে
নিজের সাথে-
কয়েক প্রস্থ প্রতিশ্রুত
নান্দনিক প্রস্তুতির শেষে
কথা ছিলো
ধরি ধরি সুখপাখি ধরা দেবে যখন
সুখ মিলিয়ে দেওয়া বিবমিষা কেন?
পরিপাটি বেশবাস
সুগন্ধী বাতাস
এমন অপার্থিব ক্ষণ-
তবুও কেন ব্যর্থ হয় সব আয়োজন !