পায়ের নীচে পিষ্ট সুখ
ভাবনা হারিয়ে গেলে বলো
কি আর অবশিষ্ট থাকে ?
সেও অন্ধকারে আমার মতো
বিস্মিত চোখে তাকিয়ে
স্বপ্ন বোনে ...
হয়তো আমারই মতো দুস্থঃ সেও
হয়তো আরও অনিশ্চিত
নিবিড় অন্ধকার ঘিরে থাকে তাকে
স্বপ্ন-ডানা গুটিয়ে নেই
খুঁজে নেই স্বতন্ত্র আকাশ ...
আহা! তার তো জানা নেই
এইসব সূক্ষ্ম কৌশল
তাকে আমি শত্রু ভাবিনা
মিত্রও নয়
ইতিমধ্যে নির্মিত হয় একটি ধূসর পথ
পথটি দিগন্ত বরাবর ঠিকানা পায় !